রাজেন রায়, কলকাতা, ১৭ মে: ফের ১০১ জন করোনা সংক্রমিত রোগীর হদিশ মিলল পশ্চিমবঙ্গে। একই সঙ্গে গ্রিন জোন দক্ষিণ দিনাজপুর পাল্টে গেল অরেঞ্জ জোনে। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, ফের ২৪ ঘন্টায় রাজ্যে ১০১ জন করোনা পজিটিভ হওয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৭৭ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ১৬৬ জনের। অন্যদিকে, করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ২৩৮ জনের। একই সঙ্গে ২৪ ঘন্টায় আরও ৬৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ ৯৫৯ জন। সুস্থ হওয়ার হার ৩৫.৮২ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৪৮০ জন, অর্থাৎ এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে মাত্র ২৮ জন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৮৬৬৮ জনের, যা আগের দিনের তুলনায় ৯২৩ বেশি। গত তিন দিনে ১৩ হাজারেরও বেশি টেস্ট হয়েছে। তা সত্ত্বেও সংক্রমণের সংখ্যা তিন দিনে সব মিলিয়ে ৩০০ আসায় কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। সব মিলিয়ে রাজ্যের ২২টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ৮৫৯৫৬ জনের। রাজ্যের ৬৮টি করোনা হাসপাতাল, ১৬টি সরকারি এবং ৫২টি বেসরকারি হাসপাতালে মোট ৮৫৭০টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৫.৬০ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১০৫৬১ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫৭১৮৪ জন।
এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় ৪৬ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৩১১ জনের। আর কলকাতাতেই মৃত্যু হয়েছে এদিনের নতুন ৬ জনের। তাই কলকাতাতেই এদিন পর্যন্ত মোট মৃত্যু ১৬০ জনের। তারপরেই হাওড়ায় ১৮ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৫৭১ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ১৯ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৩৫৫ জনের। সংক্রমণ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও। উল্লেখযোগ্য, এদিন দক্ষিণ দিনাজপুরে এ দিন তিন জন আক্রান্তের সন্ধান মেলায় এই জায়গা গ্রিন জোন থেকে পাল্টে গিয়েছে অরেঞ্জ জোনে।