আমাদের ভারত, দিঘা, ১৩ জানুয়ারি: দিঘায় প্রায় ১০০ কেজি ওজনের মাছ বিক্রি হল ২২ হাজার টাকায়। মাছটিকে দেখতে ভিড় উপচে পড়ল দিঘা মোহনার মাছের নিলাম বাজারে।
সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীদের জালে উঠল কৈভোল মাছ। যাকে ঘিরে পর্যটক থেকে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে পড়ে যায় হুড়োহুড়ি। কেউ ব্যস্ত মাছের সঙ্গে সেলফি নিতে। আবার কেউ এক পলক চোখের দেখা দেখতে।
দিঘা মোহানার মৎস্যজীবী শ্রীকান্ত সাউর কাঁটায় মাছটি বিক্রি হয় ২২ হাজার টাকায়। ওজন প্রায় ১০০ কেজির মত। মূলত মাছটি বিদেশের বাজারে রপ্তানি হয়। যে কারণে এত চাহিদা এই মাছের। মাছটি কিনে নেন এস.এফ.টি কোম্পানির বিজয় সাউ।