নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ জুন: বাঁকুড়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনে বিজেপির হানা। বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকের রতন ইস্পাত কারখানায় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন ছেড়ে প্রায় ১০০ কর্মী ভারতীয় জনতা মজদুর ইউনিয়ানে যোগদান করলেন। বাঁকুড়া জেলায় আগামীদিনে আইএনটিটিইউসি ছেড়ে শ্রমিকরা সবাই বিজেপি সমর্থিত ট্রেড ইউনিয়ানে নাম লেখাবেন বলে জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের সম্পাদক অনুপ পান্ডা। তিনি বলেন, প্রত্যেকদিন রাজ্যের কোথাও না কোথাও তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন সাধারণ শ্রমিকরা।
সংগঠনের সভাপতি বাবান ঘোষ বলেন, বিজেপির শ্রমিক সংগঠনে কোনও চাঁদা লাগে না। আমরা সাধারণ শ্রমিকদের বলেছিলাম নো চাঁদা, নো দাদাগিরি। সাধারণ শ্রমিকরা বিজেপির এই বক্তব্য সমর্থন করেছেন। তাই তৃণমূলের শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে আসার প্রবণতা বাড়ছে সাধারণ শ্রমিকদের। পাশাপাশি লকডাউনে দেশের সাধারণ শ্রমিকদের কথা ভেবেছে কেন্দ্রীয় সরকার। তা শ্রমিকরা বুঝতে পারছেন। তাই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানে যোদগান বাড়ছে বলে জানান বাবান ঘোষ।