অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ সেপ্টেম্বর: লোকসভা ভোটের পর জঙ্গলমহলে তৃণমূল কর্মীরা বিজেপির দিকে ঝুঁকেছিল। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তাই তারা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে, দাবি ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় সৎপতির। তাই আজ আবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার হাড়দা গ্রামের বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় কয়েকশো তৃণমূল ও সিপিএম কর্মী বিজেপিতে যোগদান করেন এমনটাই দাবি বিজেপি জেলা নেতৃত্বের তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার সংসদ কুনার হেমব্রম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য কর্মীরা।

