আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ নভেম্বর: উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফের করোনা সচেতনতা অভিযানে নামল বারাসত জেলা পুলিশ। বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার বারাসাত শহর জুড়ে পুলিশ কর্মীরা অভিযান চালায়। যাদের মুখে মাস্ক নেই, তাদের পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরন করা হয়।
জেলার প্রতিটি নাগরিকের মুখে মাস্ক থাকা বাধ্যতা মূলক ঘোষণা করা হয়েছে। মাস্ক বিহীন নাগরিকদের পুলিশ কর্মীরা বোঝাচ্ছেন, মাস্ক পড়া কতটা জরুরি। উত্তর ২৪ পরগনা জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক সচেতনতা অভিযান শুরু করেছে বারাসাত জেলা পুলিশ। বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিত বন্দোপাধ্যায় বলেন, “আমরা চাই ১০০%মানুষের মুখে মাস্ক থাকুক। মাস্ক ব্যবহার করতে হবে সকলকে। আমরা মানুষকে বোঝাচ্ছি কেন মাস্ক পড়াটা জরুরি, পুলিশের পক্ষ থেকে নাগরিকদের মাস্ক বিতরন করা হচ্ছে।” আগামীদিনে এই অভিযান আমাদের জারি থাকবে ।