আমাদের ভারত, ২৮ অক্টোবর: এশিয়ান প্যারা গেমসে ভারতীয়দের ১০০ টি পদকপ্রাপ্তির জন্য এক্স হ্যাণ্ডেলে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার তিনি লিখেছেন, “এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের সার্বিক প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাঁদের সাথে কাজ করা ইতিবাচক ব্যবস্থাপনার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তাঁরা এমন একটি অনুস্মারক হিসাবে কাজ করেন যে আমাদের তরুণদের জন্য কিছুই অসম্ভব নয়।
নীরজ যাদবকে এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো-এফ ৫৫-এ তাঁর অসাধারণ স্বর্ণপদক জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। নীরজের দ্বিতীয় স্বর্ণপদক একটি ঐতিহাসিক অর্জন। তাঁর সামনের প্রচেষ্টার জন্য শুভকামনা রইল।
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের দাবা বি১ ক্যাটাগরিতে (ব্যক্তিগত) দুর্দান্ত মানের জন্য দর্পণ ইনানীকে অভিনন্দন। তাঁর অটল শক্তি এবং সংকল্প শুধু স্বর্ণপদকই অর্জন করেনি বরং বৈশ্বিক মঞ্চে ভারতের ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করেছে।
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের দাবা বি১ ক্যাটাগরিতে (ব্যক্তিগত) রৌপ্য পদক জেতার জন্য সৌন্দর্য প্রধানকে অভিনন্দন। ভারত উচ্ছ্বসিত! পুরুষদের দাবা বি১ বিভাগে (টিম) স্বর্ণপদক জয়ের জন্য দর্পণ ইনানি, সৌন্দর্য প্রধান এবং অশ্বিনকে অভিনন্দন। তাঁদের দক্ষতা এবং নিষ্ঠার জন্য গর্বিত। সামনের প্রচেষ্টার জন্য শুভকামনা।
অনিতা এবং নারায়ণ কঙ্গনাপাল্লেকে তাঁদের রোয়িংয়ে ব্যতিক্রমী রৌপ্য পদকের জন্য অভিনন্দন – পিআরথ্রি মিক্সড ডাবল স্কালস৷ তাঁদের দলগত কাজ এবং উৎসর্গ উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে! এ অর্জন জাতিকে গর্বে ভরিয়ে দেয়।