অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ জন:
পঞ্চায়েতের নমিনেশন পর্ব শেষ হতে না হতেই শাসকদল তৃণমূলের ঘরে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। শনিবার রাতে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রীর সীমা দাস প্রধানের স্বামী ভবানী শঙ্কর প্রধানের নেতৃত্বে ১০০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। আলমপুর গ্রামে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন গোপীবল্লভপুর মণ্ডল বিজেপি সভাপতি তুহিন শুভ্র সাহু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত গত রবিবার আলমপুর গ্রামের প্রায় ৪০০ জন তৃণমূলে যোগাযোগ করেছিলেন।শাসকদল দাবি করেছিল আলমপুর ৬ নং অঞ্চল বিরোধী শূন্য হয়ে গেছে। সেই রেশ কাটতে না কাটতেই পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ধাক্কা শাসকদল শিবিরে।