সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ এপ্রিল: লকডাউনের মধ্যেই ১০০ দিনের কাজ চালু হয়েছে পুরুলিয়ায় জেলা প্রশাসন। মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের জব কার্ডধারীদের উপার্জনকে অগ্রাধিকার দিয়ে এই পরিস্থিতিতেও জেলায় জেলায় নির্দেশ পাঠায় রাজ্য সরকার।
আজ বান্দোয়ান ব্লক এলাকায় ১০০ দিনের কাজ পরিদর্শন করেন জেলাশাসক রাহুল মজুমদার। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের এই মুহূর্তে কী প্রয়োজন তা জেনে কোথায় যোগাযোগ করতে হবে সে বিষয়ে এবং উপায় জানিয়ে দেন তিনি।
এদিন দেখা গিয়েছে বিভিন্ন শ্রমিক পুকুর খনন ও সংস্কারের কাজ করেন। মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢাকা থাকলেও সামাজিক দূরত্ব না মেনেই কাজ করেন তাঁরা।