সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ এপ্রিল: লকডাউনের মধ্যেই পুরুলিয়ায় ১০০ দিনের কাজ চালু করল জেলা প্রশাসন। মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের জব কার্ডধারীদের কাজের যোগান দিতে এই পরিস্থিতিতেও উদ্যোগী হয় জেলা প্রশাসন। এদিন দেখা গিয়েছে বিভিন্ন নার্সারিতে চারা তৈরি এবং মাটি কাটার কাজ শুরু করেন জবকার্ডধারূরা। মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে এই রোদ গরমে শারীরিক পরিশ্রম করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে জবকার্ডধারীদের কাছে।
অন্যদিকে, বাজারে যাতায়াত অব্যাহত রয়েছে সাধারণ মানুষের। পুরুলিয়া শহরের চকবাজারে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও অন্যান্য বেশ কিছু দোকান খোলা দেখা যায়।চলে বেচাকেনা। রাস্তায় রোদ গরমকে উপেক্ষা করে বেড়িয়ে পড়েন এক শ্রেণির মানুষ। লকডাউনে প্রশাসনিক নির্দেশকে অমান্য করে যেন পুলিশের সঙ্গে লুকোচুরি খেলায় মেতেছেন পুরুলিয়াবাসীর একাংশ।