ঠাকুরনগরে ভস্মীভূত ১০টি দোকান

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ আগস্ট: ভরদুপুরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দশটি দোকান। রবিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার স্টেশন চত্বরে। দমকল বাহিনী আসার আগেই ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। পরে দমকলের দুইটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি। খাবারের দোকান থেকে আগুন লাগে বলে পুলিশ ও দমকলের অনুমান।

ঠাকুরনগর স্টেশন চত্বরে গাঁ ঘেঁষেই বেশ কয়েকটি দোকান রয়েছে। রবিবার তিনটে নাগাদ স্টেশন লাগোয়া রেলবাজার এলাকায় একটি খাবারের দোকানের রান্না ঘর থেকে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতক্ষ্যদর্শী অমিত বিশ্বাস জানান, অন্য দিনের মতোই কয়েকটি দোকান বন্ধ করে বাড়িতে খেতে যাই। একটি হোটেল থেকে আচমকাই প্রচণ্ড কালো ধোঁয়া দেখাতে পাই। একটু এগিয়ে এসে দেখি দোকানের টিনের চাল পুড়ছে। আশপাশে লোকজন ছুটে আসেন। ততক্ষণে অবশ্য পাশের দুটো দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করে। পরে গোবরডাঙ্গা ও গাইঘাটা থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান হোটেলের কোনও রান্নাঘর থেকে আগুন লেগেছে। আটটি দোকানের মালপত্র সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে এবং কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ঠাকুরনগর স্টেশনের পাশে হওয়ায় তড়িঘড়ি রেললাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে দোকানে আগুন লাগায় মাথায় হাত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *