আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ডিসেম্বর: চুরির গল্প ফেঁদে ১০ লক্ষ টাকা চুরি করিয়ে শেষ রক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়লো দুষ্কৃতী। বুধবার উড়িষ্যা থেকে একটি ব্যাগে ১০ লক্ষ টাকা নিয়ে খড়গপুর আসছিল শেখ আমিরুল নামে এক যুবক। সে খড়্গপুর লোকাল থানা এলাকার সাদাতপুরের একটি ট্রান্সপোর্ট কোম্পানির ম্যানেজার। কোম্পানির মালিক অভিষেক জিন্দাল এই টাকা আনতে তাকে ওড়িশা পাঠিয়েছিলেন।
বুধবার দুপুরে সে কোম্পানির মালিককে জানায় উড়িষ্যা ট্রাঙ্ক রোড থেকে ফেরার পথে খড়্গপুর শিল্প তালুকের কাছে দুষ্কৃতীরা টাকার ব্যাগ ছিনতাই করে পালায়।
খড়গপুর গ্রামীন থানায় অভিযোগ দায়ের করা হয়।
শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানান, গল্প ফেঁদে নিজেই টাকা চুরি করিয়েছে আমিরুল। তাকে জেরা করে বীরভূমের মহম্মদবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শেখ আব্বাস নামে এক দুষ্কৃতীকে। উদ্ধার করা হয় ৯ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা।