আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ জানুয়ারি: দ্রুত গতিতে সামনে থাকা একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস। আহত ১০ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে নয়নজুলি থেকে তোলার ব্যাবস্থা করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে মালদাগামী একটি বেসরকারি বাস চোপড়া থানার সোনাপুর এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে সামনে থাকা দ্রুত গতির একটি গাড়িকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। বাসে থাকা যাত্রীদের আর্ত চিৎকারে ছুটে আসে আশপাশের বাসিন্দারা। বেসরকারি বাসটিতে জনা চল্লিশেক যাত্রী প্রায় সকলেই আহত হন। ১০ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।