আমাদের ভারত, নদিয়া, ১ মার্চ: চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের চাকায় পিষ্ট হলেন ১ যুবক। আহত আরো ২। ঘটনার পর মৃতদেহ আটকে রেখে স্থানীয়দের পথ অবরোধ ও বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুরের গাজীপুরে।

সূত্রের খবর, স্থানীয় মন্দিরের পুজো উপলক্ষ্যে রাস্তার গাড়ি থেকে চাঁদা তুলছিল এলাকার কয়েকজন যুবক। অভিযোগ সেই সময় ওই রাস্তা নির্মাণকারী সংস্থার একটি ডাম্পার হঠাৎ সামনে চলে এলে কয়েকজন সরতে পারলেও দুজন আহত হয় আর চাকার তলায় পিষ্ট হয়ে শুভজিৎ বিশ্বাসের (১৭) মৃত্যু হয়।

স্থানীয়দের একাংশ উত্তেজিত হয়ে হবিবপুর- বলাগর রাজ্য সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। ঘটনাস্থলে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তাদের অবরোধ চলবে।

