স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জানুয়ারি: নবদ্বীপে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে এদিন বিকেল তিনটে নাগাদ নবদ্বীপের দন্ডপানিতলা গঙ্গার ঘাটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অসিত দে জানান, এদিন বিকেলে তিনি গঙ্গার ঘাটের একপাশে মাছ ধরছিলেন। সেই সময় এক ব্যক্তি ঘাটের ধারে জামা, জুতো খুলে স্নান করতে নেমে হঠাৎ করে জলে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে তিনি মাছ ধরার ছিপ ছুড়ে ফেলে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ওই ব্যক্তি জলে তলিয়ে যায়।

পাশাপাশি অপর এক প্রত্যক্ষদর্শী বালক রাজদীপ সাহা জানায়, এদিন বিকেল তিনটে নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গঙ্গার ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। গঙ্গায় তলিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম ও পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

