পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: শহিদ দিবস থেকে ফেরার পথে পুরুলিয়ার বান্দোয়ানের একটি বাস খড়্গপুরের ৬ নম্বর জাতীয় সড়কের দুর্ঘনার কবলে পড়ে। এদিন রূপনারায়ণপুরের কাছে প্রচুর বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে পড়ে যায় বাসটি। ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে। পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থলে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছে বাসটিকে উদ্ধার করার কাজ শুরু করে। পুরুলিয়ার বান্দোয়ান যাচ্ছিল ওই বাসটি। আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। একই সাথে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুরেশ হাজরা জানান, ৩৯ জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে।


