ঠাকুরনগরে ব্যবসায়ীর উপরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ১, উদ্ধার রাম দাঁ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি: ঠাকুরনগরে ব্যবসায়ীর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় আরো এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম জুয়েল সুতার। সে গড়িয়ার নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা। নরেন্দ্রপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখে ঠাকুরনগর বাজারে ফল ব্যবসায়ীর উপরে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই ঘটনায় ফল ব্যবসায়ী মনরঞ্জন ও তার ভাই সুরঞ্জন মজুমদার ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দিয়ে খুন করার চেষ্টা করে এক দ্ল দুষ্কৃতী। সেই সময় পাল্টা গণধোলাইতে পার্থ সমদ্দার নামে এক হামলাকারী যুবকের মৃত্যু হয়। সেই ঘটনায় তনয় ঘোষাল নামে এক দুষ্কৃতীকে রাতেই গ্রেফতার করেছিল পুলিশ। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জুয়েলের খোঁজ পায় পুলিশ।

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়ার নরেন্দ্রপুর এলাকায় পুলিশ হানা দিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে। তার ডেরা থেকে উদ্ধার হয় একটি ধারালো দাঁ। ধৃত দু’জনকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। কি কারণে ওই ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়েছিল তার সত্তর খুঁজছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *