আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক আত্মীয়কে। অভিযুক্ত শেখ রফিক আলিকে গ্রেফতার করে কাঁথি মহিলা থানার পুলিশ। ধৃতের বাড়ি রামনগর থানার মান্দারপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্ষিতা মহিলা পটাশপুরের কসবার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কাঁথির সুবর্ণদিঘিতে থাকতেন গৃহবধূ সহ তার পরিবারের সদস্যরা। ধর্ষক রফিক বালির ব্যাবসা করে। বুধবার সকালে গৃহবধূর শ্বশুরের খোঁজে কাঁথির সুবর্ণদিঘির বাড়িতে যায়। গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে রফিক বলে অভিযোগ। এরপর গৃহবধূ তার স্বামী বাড়ি ফিরলে সব কথা জানায়। বৃহস্পতিবার কাঁথি মহিলা থানায় গৃহবধূ অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রফিকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

