আমাদের ভারত, আরামবাগ, ৩০ ডিসেম্বর: প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদে জেরে আহত হল একজন। আহতকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতের নাম আঙ্গুল বালা ঘোষ। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত গোলপুর গ্রামে।
জানাগেছে, ওই এলাকার বাসিন্দা নিমাই ঘোষ ও আঙুর বালা দেবীর পরিবারের সাথে একটি সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। নিমাই ঘোষের সাথে আঙুর দেবীর সঙ্গে সম্পত্তিকে কেন্দ্র করে বচসা শুরু হয়। বচসা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয় দুপক্ষের মধ্যে। একে অপরের ওপর বাঁশ, লাঠি, ইট নিয়ে চড়াও হয়। আহত হয় আঙুরবালা দেবী। আহতকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দু পক্ষ থেকেই গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় নিমাই ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।