গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১১ ফেব্রুয়ারি: দলছুট হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষের জমি। শনিবার ভোর পাঁচটায় আরামবাগের ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে দলছুট দুটি দাঁতাল হাতি তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে অহত হয় এক ব্যক্তি। তাকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি দাঁতাল দলছুট হাতি বাঁকুড়ার জয়পুর এলাকা থেকে হুগলিতে এসেছে বলে অনুমান বনদপ্তরের।
হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় আলু ও ধানের জমি।হাতিগুলি যখন তাণ্ডব চালাতে চালাতে শহরে আসে সেই সময় এক ব্যক্তি মাঠে ছিলেন, তার ওপর হামলা চালাতে শুরু করে হাতি। অল্পের জন্য রক্ষা পায় ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, প্রায় এক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। শহরে হাতির তান্ডবে আতঙ্কিত এলাকার মানুষ। স্থানীয় মানুজন বলেন, শহরে হাতি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের সকলেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। বনদপ্তরের কর্মীরাও হুলা পার্টিদের নিয়ে হাজির হয় ঘটনাস্থলে। কিন্তু আমরা চাই দ্রুত হাতিটিকে জঙ্গলে ফেরানো হোক এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বিচার করে ক্ষতিপূরণ দেওয়া হোক।