গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ আগস্ট: আরামবাগের হরিণখোলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক বোমাবাজি হয় বৃহস্পতিবার। বোমার আঘাতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। মৃত ব্যক্তির নাম ইসরাইল খান ওরফে চন্দন (৩২)। আহত হয় ৬ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, যুব ও মাদার তৃণমূলের কর্মীদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদাধিকারী পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মাদার তৃণমূলের কর্মী-সমর্থকরা এলাকা দখল করার চেষ্টা করে। বোমাবাজির ঘটনার পরে পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেয় স্থানীয় মানুষ। এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে আরামবাগ থানার আইসি ও এসডিপিও।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাজপুর এলাকায় ব্যাপক বোমাবাজির চলে। আহত তিনজন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি। এলাকা থেকে পরে আরও বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এলাকায় মাঝে মাঝে শোনা যাচ্ছে গুলি-বোমার আওয়াজ। এই ঘটনার জেরে গোটা হরিণখোলা বাজার চত্বরে দোকানপাট বন্ধ। শুনশান রাস্তাঘাট। এলাকায় চলছে পুলিশি টহল।

