আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: শুক্রবার বিকেলে চন্দ্রকোনা থানা এলাকার ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারখালি গ্রামে ট্রাক্টর উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে জানা গেছে, কাঠ বোঝাই একটি ট্রাক্টর গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ উল্টে গেলে ট্রাক্টরে থাকা চারজন ব্যক্তি চাপা পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম বকুল লোহার। আহত তিনজনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।