আমাদের ভারত, হাওড়া, ১৬ ফেব্রুয়ারি: পিকনিক সেরে বাড়ি ফেরার পথে বালি বোঝাই লরির পিছনে বাসের ধাক্কায় মৃত্যু হল বাসের খালাসীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার জামবেড়িয়া সেতুর কাছে। মৃতের নাম জয়রাম সিং (৫২) বাড়ি হুগলীর তারকেশ্বরে। দুর্ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হয় তাদের মধ্যে ৭ জন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানাগেছে, ঘাটশিলা থেকে পিকনিক সেরে হাওড়ার দাশনগরে ফেরার পথে ভোর ৩ টে ৩০ নাগাদ উলুবেড়িয়ার জামবেড়িয়া সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালির লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের ১৬ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর উলুবেড়িয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়রাম সিংকে মৃত বলে ঘোষণা করেন। আহত ১৫ জনের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ বাস ও লরিটিকে আটক করলেও চালক পলাতক।