অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ অক্টোবর: বিজয়া দশমীর বিকেলে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ধর্মপুর চকে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক ব্যক্তির। পাশাপাশি আহত আরও পাঁচ জন।
জানা গেছে, এদিন হাতিবাড়ি গোপীবল্লভপুর রাস্তার উপর উভয় দিক দিয়ে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ধর্মপুর চকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয় আরও পাঁচ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। তবে মৃত এবং আহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি বলে পুলিশ সুত্রে খবর।

