স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ জানুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম ঋকত রানা। বয়স ২৫ বছর। বাড়ি নদিয়ার হরিণঘাটার মোল্লাবেরিয়ায়। ঘটনাটি ঘটেছে, সোমবার মৃতের বাড়ির কাছে।
মৃতের পরিবারের অভিযোগ, একটি পিকনিক সেরে বাড়ি ফিরছিল ঋকত। সেই সময় একটি টাটা সুমো সজোরে ধাক্কা মারে ঋকতের বাইকে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। যদিও মৃতের ভাইয়ের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়। পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তার ভাইকে। তার বন্ধুরা এই খুনের পিছনে জড়িত। ঋকতের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
যদিও পুলিশের দাবি, এখনো পর্যন্ত খুনের কোনো অভিযোগ দায়ের হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হবে।