House collapse, Sodepur, সোদপুরে প্রাচীন বাড়ি ভেঙ্গে মৃ*ত ১

আমাদের ভারত, ১৯ জুলাই: শনিবার ভোররাতে সোদপুরে একটি প্রাচীন বাড়ি ভেঙ্গে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় এক বাসিন্দার। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে এমএন চ্যাটার্জি রোডে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

মৃতের নাম দেবকুমার শ্রীমান (৬৯)। তিনি ও তিন শরিক বাড়িতে থাকতেন। আগে থেকেই বাড়িটির অবস্থা খুব খারাপ ছিল। লাগাতার বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির একটি অংশ ভেঙ্গে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার ভোররাতে ভেঙ্গে পড়ে বাড়িটির একাংশ। বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন বাড়ির বাকি সদস্যরা। তবে চাপা পড়েন দেবকুমার। ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়রাই পুলিশে খবর দিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ইট-সিমেন্টের স্তূপ থেকে দেববাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাড়ির বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও তাঁরা কেউ শোনেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *