সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ জুন: ২৩ কেজি গাঁজা সহ এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার হাটখোলা এলাকা থেকে গাঁজা সহ মনোরঞ্জন দাস নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৬৯ হাজার ৮৪০ টাকা।
পুলিশ সূত্রের খবর, শনিবার গভীর রাতে গোপন সূত্র মারফত খবর আসে। খবর পেয়ে গোপালনগর থানার ওসি কাজল বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক জন পুলিশ কর্মী নিয়ে হাটখোলা এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে একবস্তা গাঁজা সহ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।