সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ ডিসেম্বর: নদীগর্ভ থেকে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে কোতুলপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ রবিবার রাতে দ্বারকেশ্বর নদের সামরোঘাটের তারা মায়ের মন্দিরের কাছে অভিযান চালায়। অভিযানের সময় নদীগর্ভ থেকে যন্ত্রের সাহায্যে বালি তোলার একটি সাকসান যন্ত্র ও তার যাবতীয় সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। এই ‘সাকসান যন্ত্র’ দিয়ে অভিনব কায়দায় অবৈধ বালি তোলার কাজ চলছিল। অনুমতি ব্যতীত বালি তোলার কাজ চলছিল বলে জানা গেছে।
পুলিশি অভিযানের সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে একজন ধরা পড়ে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম গোপাল বিশ্বাস (৩৫)। তার বাড়ি ইন্দাস থানার কুলসুন্দাতে। পলাতক বাকিদের খোঁজে ইন্দাস ও কোতুলপুর থানার পুলিশ অভিযান শুরু করেছে।