চোপড়ায় গুলি চালনার ঘটনায় গ্রেফতার ১

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩১ মার্চ: প্রার্থী বাছাইকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় গুলিতে ২ জনের মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করলো চোপড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম আসারু মহম্মদ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বোমা।

উল্লেখ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে আয়োজিত বৈঠকের পর গুলিচালানোর ঘটনায় মৃত্যু হয়
ফইজুল রহমান ও হাঁসু মহম্মদ নামে দুজনের। আহত হয় আরো দুই। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এমনকী এদিন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মৃতের পরিজন এবং গ্রামবাসীরা। দীঘাবানা এলাকায় ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক হামিদুল রহমান। সেখানে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন তিনি। গুলিচালানোর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের জন্যে পুলিশকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন হামিদুল রহমান। তবে ঘটনার পর একদিন কেটে গেলেও থমথমে এলাকার পরিবেশ। উত্তেজনা প্রশমনে মোতায়েন রয়েছে পুলিশকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *