স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই: মাদক পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক পাচারকারী। ঘটনাটি নদিয়ার পলাশিপাড়ার বড়নলদা এলাকার। ধৃত ঐ ব্যক্তির কাছ থেকে ২ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ঐ মাদক দ্রব্যের মূল্য ৩ কোটি টাকা।
জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের মাদক বিরোধী শাখার আধিকারিকরা অভিযান চালিয়ে নদিয়ার পলাশী পাড়ার বড়নলদা এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে। ঐ ব্যক্তির কাছ থেকে একটি বড় ব্যাগ উদ্ধার করা হয়। ঐ ব্যাগটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। জানাগেছে, পুলিশ ঐ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তার কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায়। সেই সময় তাদের সন্দেহ হওয়ায় তার কাছে থাকা ব্যাগ খুলতেই আধিকারিকরা প্যাকেট ভর্তি হেরোইন উদ্ধার করে। সাথে সাথে মাদকের ব্যাগ সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃত ঐ ব্যক্তির নাম জুল্লুর রহমান সেখ। তাঁর বাড়ি পলাশী পাড়ার বাসস্ট্যান্ড এলাকাতে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে সে কোথা থেকে এই মাদক নিয়ে এল ও কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল।

