পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: শনিবার রাজ্যের একাধিক মন্ত্রী-আমলার হাত ধরে শ্রমিক মেলার সূচনা হলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে। রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে এই মেলা হচ্ছে খড়গপুরের ওয়ালিওর হাই স্কুল মাঠে। মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের জল সম্পদ উন্নয়ন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইঞা, ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্য শ্রম দপ্তরের স্পেশাল সেক্রেটারি ড: সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা পরিষদের সহ সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, কেশিয়ারির বিধায়ক পরেশ মুর্মু প্রমুখ।
মেলার মঞ্চ থেকে এদিন রাজ্য শ্রম দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি প্রায় ৮০০ শ্রমিক ও তাদের পরিবারের হাতে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা তুলে দেওয়া হয়। শ্রম দপ্তরের স্পেশাল সেক্রেটারি জানান, রাজ্যের ৯৩ শতাংশ মানুষ অসংগঠিত শ্রমিক। মোট ৬১ ধরনের পেশার সাথে যুক্ত শ্রমিকরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত হতে পারবেন। ইতিমধ্যে রাজ্য জুড়ে ১ কোটি ৬৩ লাখ মানুষ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম লিখিয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলায় নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ৮ লক্ষ ১৫ হাজার, তাঁদের মধ্যে ১ লক্ষ ৮৫ হাজার শ্রমিককে ১১৩ কোটি টাকা দেওয়া হয়েছে। মেলা থেকে জেলার ৮৭৯ জনকে আরো ১ কোটি ২৪ লাখ টাকা দেওয়া হলো। তিনি আরো বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রম দপ্তরের নতুন প্রকল্পে এই জেলায় ১ লক্ষ ৭৯ হাজার পরিযায়ী শ্রমিক নাম লিখিয়েছেন, যা রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।
এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলা শ্রম দপ্তরের ডেপুটি লেবার কমিশনার তাপস কুমার দত্ত বলেন, শ্রমিকের সাথে কাজ করে চলেছে শ্রম দপ্তর। তাঁদের এবং তাঁদের পরিবারকে সুরক্ষা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।