আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে যশোহরি আনুখা এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মোট ৫ জনকে গ্রেফতার করল। শনিবার বিকেলে কান্দি মহকুমা পুলিশ আধিকারিক কুমার সানী রাজ সাংবাদিক বৈঠকে জানান, বেশ কিছুদিন ধরেই কান্দি থানা এলাকায় নতুন সাইকেল চুরি হচ্ছিল বলে অভিযোগ আসতে থাকে এবং বড়ঞাঁ থানা এলাকায় বেশ কিছু মটর বাইক চুরি হচ্ছিল। পুলিশ তদন্ত শুরু করে চুরি যাওয়া সাইকেল ও মটর বাইকগুলি উদ্ধার করে।
পাশাপাশি কান্দি থানার যশোহরি এলাকা থেকে ডাকাতির উদ্যোশ্য জড়ো হওয়ার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করে এবং বড়ঞাঁ থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় কান্দি থানার ৩ জনকে ও বড়ঞাঁ থানার ১ জনকে নিজেদের হেফাজত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ৯টি সাইকেল ও একটি মটর বাইক উদ্ধার করা হয়েছে। নবগ্রাম ও খড়গ্রাম সহ জেলার বিভিন্ন জায়গায় এই চক্র জড়িত আছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।