১০ আগষ্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩১ জুলাই: আগামী ১০ আগষ্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরোপুরি অনলাইনে এই ভর্তির কাজ হবে।

গত ২৪ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে।এবারে পাশের হার গতবারের চাইতে অনেক বেশী। করোনা আবহের কারনে মেধাবি ছাত্রছাত্রীরা কলকাতা বা বাইরের রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। ফলে ভর্তির চাপ পড়ার আশঙ্কা রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা প্রায় তিন হাজার।বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দুর্লভ সরকারের দাবি উত্তর দিনাজপুর জেলা বা জেলা সংলগ্ন এলাকায় যে পরিমান ছাত্রছাত্রী ভর্তির আবেদন করবেন মেধার ভিত্তিতে তাদের প্রত্যেককে ভর্তি নেওয়া হবে। তিনি আরো জানান, শিক্ষাদপ্তরের নির্দেশ অনুসারে আগামী ১০ আগষ্ট থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। ছাত্রছাত্রীরা অনলাইনে ভর্তির জন্য আবেদন করবে। কোনও ছাত্রছাত্রী, অবিভাবক বা তার নিকট আত্মীয়রা বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসবেন না।ভর্তি সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে ছাত্রছাত্রীরা হেল্প লাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইমেলে সমস্যার কথা জানাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *