সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ মার্চ: মুরগি খামারে নির্মীয়মান চালা চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় আরোও চারজনকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুরে তালডাংরা থানার ডুমুরডিহাতে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আজ দুপুর নাগাদ ওই মুরগি খামারে নির্মীয়মান কংক্রিটের চালার নীচে বসেছিল।আচমকাই সেটি ভেঙ্গে পড়লে তারা চাপা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পৌছায়। স্থানীয় লোকজনের সাহায্যে চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করে। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহতকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানাগেছে, মৃত শ্রমিক কৃষ্ণপদ মল্ল (৩০) ওন্দা থানার চিঙ্গানী গ্ৰামের বাসিন্দা।