আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ আগস্ট: ড্রাগের নেশা সর্বনাশা। যুব সম্প্রদায় এখন ড্রাগের প্রতি আকৃষ্ট হচ্ছে প্রতিনিয়ত। শুক্রবার মুর্শিদাবাদ জেলার লালগোলাতে বিপুল পরিমাণ হেরোইন, মাদক ও নগদ অর্থ সহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২১ আগস্ট শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত লালগোলা থানার পুলিশ লালগোলা থানা এলাকা থেকে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭৫০ গ্রাম হেরোইন এবং নগদ ৪০,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়।
মাদক ও হেরোইন লালগোলা এলাকায় পাচার করার উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে। ধৃত তিনজনকে শনিবার আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।