আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: কাঁথিতে করোনা হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে পথ অবরোধ ও বিক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ করছিলেন রোগীরা বেশ কিছুদিন ধরে। আজ সেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে কাঁথি সঞ্জীবনী করোনা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে রোগীরা।

করোনা আক্রান্ত রোগীদের অভিযোগ, কাঁথির সঞ্জীবনী হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হয়। আর সেখানে থাকা করোনা রোগীদের প্রতিদিনই নিম্নমানের খাবার দেওয়া হয়। যা করোনা রোগীদের জন্য উপযুক্ত নয়। আর সে কারণেই করোনা রোগীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রোগীরা রাস্তায় নেমে আসায় এলাকায় আতঙ্কের পরিবেশের তৈরি হয়।

তবে বিক্ষোভ ও পথ অবরোধের খবর পেয়ে কাঁথি পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে পথ অবরোধ তোলে ও যানচলাচল স্বাভাবিক করে।


