হাওড়া শহরের কয়েকটি জায়গা হটস্পট হিসাবে চিহ্নিত, চলছে নাকা চেকিং

আমাদের ভারত, হাওড়া, ১১ এপ্রিল: রাজ্যে করোনা সংক্রমণের গতি বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া শহরের কয়েকটি এলাকা। সেখানে চলছে নাকা চেকিং। কাউকে এলাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন হলে পুলিশ ও প্রশাসনের লোক পৌঁছে দিচ্ছে জিনিস পত্র। এর পাশাপাশি পুরো হাওড়া হাসপাতালকে স্যানিটাইজ করা হচ্ছে।

লকডাউনের মধ্যে হটস্পট এলাকাগুলিতে যখন এই ছবি ঠিক তার বিপরীত ছবি দেখা গেছে হট স্পট নয় এমন এলাকাগুলিতে। এই সব এলাকায় সপ্তাহের শেষ দিনে চলেছে দেদার বেচাকেনা। রমরমিয়ে চলেছে বাজার হাট। চ্যাটার্জি হাট থানা এলাকা লাগোয়া বাজারে আজ ভিড় ছিল চোখে পড়ার মতো ।ব্যাতাইতলায় মিষ্টির দোকানেও ছিল প্রচুর ভিড়। সামাজিক দূরত্ব মানার কোনও বালাই নেই। এই ভাবে চললে হাওড়া শহরের হট স্পটের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছে অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *