হাওড়ার ডোমজুড়ে ডাক্তারদের জন্য তৈরি হচ্ছে পিপিই কিট

আমাদের ভারত, হাওড়া, ১২ এপ্রিল: চিকিৎসকদের সংক্রমণ থেকে বাঁচাতে প্রয়োজন বিপুল পরিমাণে পিপিই(পার্সোনাল প্রটেক্টিভ ইকিউপমেন্টস)। তাই সেই কিট তৈরির কাজ জোরকদমে চলছে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে। ৮০ জনের একটি শ্রমিকের দল বানাচ্ছেন এই ধরনের বিশেষ পোশাক। মূলত এন-৯৫ জাতীয় কাপড় কেটে তা নির্দিষ্ট মাপে এবং আকার দিয়ে পোশাক তৈরিতে ব্যস্ত তারা।

সবির আলি মল্লিক নামে এক শ্রমিক জানিয়েছেন, তাদেরই এক আত্মীয় মারফত পিপিই কিট তৈরির অর্ডার আসে তাদের কাছে। যে সমস্ত কোম্পানি এই ধরনের পোশাক বানায় তাদের কাছ থেকেই মেলে বরাত। তাই লকডাউনের বাজারে দীর্ঘদিন কর্মহীন থাকার পর আপাতত এটাকেই তারা পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই জাতীয় পোশাক করে আপাতত তাদের জীবন জীবিকা নির্বাহ হচ্ছে বলেই জানিয়েছেন। পাশাপাশি তারা আরও জানিয়েছেন ইতিমধ্যে প্রায় ১০০০টি কিট তারাই তৈরি করছেন। সেখান থেকে পাঠানো হবে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *