কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর,
২৩ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের চকসুলতান গ্রামে পলাশপাই খালের উপর অবস্থিত কন্যাশ্রী সেতুর নীচে গত শুক্রবার বিকেল থেকেই কচুরিপানার ঝাঁক এসে জমতে থাকে, শনিবার সকাল থেকেই সেচ দপ্তর ও গোছাতি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সেতুর নীচে আটকে পড়া পানা পরিষ্কার করার কাজ চলছিল। কিন্তু বিগত কয়েক দিন ধরেই টানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বেড়ে গিয়েছে এবং সেই নদীর জলের স্রোতের সাথে ভেসে আসা কচুরিপানার চাপে, গত শনিবার বিকেল চারটে নাগাদ আংশিকভাবে ভেঙ্গে গিয়েছিল দাসপুরের সেই বহুচর্চিত কন্যাশ্রী সেতু। রবিবার দুপুর ২টো নাগাদ নদীতে জলের স্রোত বাড়তেই সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় বহু সাধের কন্যাশ্রী সেতু।
বিশ্বসেরা কন্যাশ্রী প্রকল্পের নামে সেতুটির নাম করণ করা হলেও আদৌও সেতুটি সেরা হয়ে উঠতে পারেনি। প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এই কাঠের সেতুটি নির্মাণ হওয়ার পরেও তিনবার ভেঙ্গে পড়ল এই কন্যাশ্রী সেতু। ফলে আবারও একবার পারাপারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে দাসপুর ২ ব্লকের একাধিক গ্রামের মানুষদের।

