সাথী দাস, পুরুলিয়া, ২৬ আগস্ট: সম্পূর্ণ কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে পুরুলিয়ায়। কোভিড আক্রান্তদের সব রকম চিকিৎসা হবে এখানে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ পুরুলিয়ায় আসেন স্বাস্থ্য দফতরের কোভিড বিভাগের দায়িত্বে থাকা অফিসার ইন স্পেশাল ডিউটি গোপাল কৃষ্ণ ঢালি। তিনি জানান, পুরুলিয়ায় একটি পূর্ণাবয়ব কোভিড হাসপাতাল করার চিন্তাভাবনা চলছে। প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য দ্রুতগতিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলায় দিনে দিনে বাড়ছে কোরোনা সংক্ৰমণ। এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ কোভিড হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। হাসপাতাল করার জন্য নূন্যতম যে পরিকাঠামো প্রয়োজন তা নিশ্চিত হলেই কোভিড হাসপাতালটি গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, বর্তমানে পুরুলিয়ার কোভিড আক্রান্তদের বাঁকুড়ার ওন্দায় পাঠানো হয়। আজ জেলার কোভিড পরিস্থিতি পুরুলিয়া জেলাশাসকের দফতরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন। তারপর কোভিড পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুরুলিয়া সদর হাসপাতালের কোভিড বিভাগে যান।


