শুভেন্দু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেও জুট শিল্পের উন্নয়নের আশা নেই, পানিহাটিতে বললেন নির্মল ঘোষ

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ জানুয়ারি: “তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদ উপহার দিয়েছে । এই পদ মনোনীত, নির্বাচিত নয়। এর আগে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অনেকেই হয়েছে, দেশে জুট সংস্থার হাল ভালো নয়। শুভেন্দু এই পদে যাওয়ার মানেই এটা নয় যে দেশে জুট শিল্পের উন্নয়ন ঘটবে। দেশে জুট শিল্পের উন্নয়নের বড় কোনও আশা আমি অন্তত দেখছি না।” এই মত বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের।

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভা এলাকার দরিদ্র দুঃস্থ অসহায়দের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন স্কুল ও ক্লাবগুলিকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে একথা বলেন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ।

পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ পানিহাটি পৌরসভার পক্ষ থেকে বুধবার সকালে সোদপুর সরকারী আবাসন মাঠে পৌরসভার অন্তর্গত ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩২টি স্কুলের ৪৮১ জন মেধাবী এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। মাধ্যমিক স্তর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ২ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের আড়াই হাজার টাকা করে সাহায্য করা হয়। পৌরসভার অন্তর্গত ৩৫ টি ওয়ার্ডের কুড়িটি ক্লাব, মন্দির, পল্লী উন্নয়ন কমিটিকেও আর্থিক সাহায্য করা হয়। পাঁচজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করা হয় বিধায়কের পক্ষ থেকে। আগরপাড়া নেতাজি ফর গার্লস হাই স্কুলকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কুল উন্নয়নের জন্য দেওয়া হয়। এই প্রসঙ্গে ম নির্মল ঘোষ বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই এই প্রচেষ্টা। মানুষ উপকৃত হলেই আমরা খুশী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *