আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ অক্টোবর: মুকুল পুত্র বীজপুরের বিজেপি বিধায়ক শুভ্রাংশু রায়ের একটি ফেসবুক পোস্ট বৃহস্পতিবার ভাইরাল হয়। এই ফেসবুক পোস্টে শুভ্রাংশু রায় লেখেন, রাজনীতি থেকে অবসর নিলে কেমন হয়? রাজনৈতিক মহলে হঠাৎ শুভ্রাংশু রায়ের এই পোস্ট ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে হঠাৎ রাজনীতি থেকে কেন সরে দাঁড়াতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের পুত্র বীজপুরের বিজেপি বিধায়ক? তবে শুভ্রাংশু এই প্রশ্নের বড় কোনও ব্যাখ্যা এদিন দেননি।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, শুক্রবার বিষয়টি খোলসা করে বলবেন সাংবাদিকদের। তবে বর্তমানে বিজেপি বিধায়কের এই পোস্টে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে কিসের চাপে তিনি এত অল্প বয়সে রাজনৈতিক সন্যাস নিতে চাইছেন । যেখানে তার বাবা মুকুল রায় কেন্দ্রীয় বিজেপির শীর্ষ স্থানীয় নেতা, তিনি নিজে বিধায়ক এবং যে সংসদীয় এলাকায় তিনি থাকেন সেই এলাকার সাংসদ অর্জুন সিং। প্রশ্ন উঠছে তবে কি বহিরাগত কোনও চাপ না দলের অন্দরে কোন চাপ আছে তার উপর? কেন রাজনীতি ছাড়তে চাইছেন শুভ্রাংশু? এত প্রশ্ন উঠলেও শুভ্রাংশু জানিয়ে দিয়েছেন শুক্রবার বিষয়টি নিয়ে মুখ খুলবেন তিনি ।