জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট:
মেদিনীপুর সদর ব্লকের খড়িকাশুলি গ্রামে কয়েকদিন ধরে অজানা এক পতঙ্গের আক্রমণ শুরু হয়েছে বলে জানা গেছে। পতঙ্গের দল আম, জাম, শাল প্রভৃতি গাছের পাতা নিমেষের মধ্যে খেয়ে শেষ করে দিচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পতঙ্গের আক্রমণে আতঙ্কিত গ্রামবাসীরা খবর দিয়েছিলেন জেলার কৃষি দপ্তরে। শনিবার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি বিষয়টি খতিয়ে দেখতে এলাকায় যান। শুঁয়োপোকা’র মত দেখতে এই পতঙ্গের দল চাষবাসেরও ক্ষতি করতে পারে বলে গ্রামবাসীরা মনে করছেন। তাই, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ জানিয়েছেন।