ভাটপাড়া পৌরসভার মধ্যে গুলি চালনার ঘটনায় আটক দুই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনলেন সাংসদ অর্জুন সিং

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৪ জুলাই:
ভাটপাড়া পৌর সভার মধ্যে গুলি চালানোর ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ।তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় আহত হয়েছেন পুরপ্রশাসকের সহকারী।

মঙ্গলবার সন্ধ্যায় ভাটপাড়া পৌরসভার মধ্যে গুলি চলে, অল্পের জন্য প্রাণে বাঁচেন ২৪ নম্বর ওয়ার্ডের পুরপ্রশাসক হিমাংশু সরকারের সহকারী সৌরভ অধিকারী। তাকে ভাটপাড়া স্টেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবারও সন্ধ্যায় ভাটপাড়া পৌরসভার মধ্যে আচমকাই কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে। এরপর তারা পুরপ্রশাসক হিমাংশু সরকারের সহকারী সৌরভ অধিকারীকে মারধর করে এবং দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। এরপর পৌরসভার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ওই দুষ্কৃতীরা চম্পট দেয়। পৌরসভার মধ্যে গুলি চালানোর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার পুলিশ প্রশাসন। সেই সঙ্গে ওই দিন রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া আসে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

প্রকাশ্যে এইভাবে পৌরসভার ভেতরে ঢুকে গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পুলিশি নিষ্ক্রিয়তা অভিযোগ তুলে তিনি বলেন, “এই সরকারের আমলে দুষ্কৃতীর দৌরাত্ম্য অনেক বেড়ে গেছে। পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় তাই ওদের এত সাহস হয়েছে যে ওরা পৌরসভার ভেতরে ঢুকে গুলি চালিয়ে দিচ্ছে। আসলে এই পৌর সভাতে ৫ মাস বেতন হয় না, ভ্যাকসিন নিয়ে সমস্যা আছে, টেন্ডার আর কন্ট্রাকটরদের ভাগবাঁটোয়ারা নিয়ে এই গণ্ডগোল হয়েছে।”

গতকালের ঘটনার পর ভাটপাড়া পৌরসভার ভেতরে বসেছে পুলিশি প্রহরা। যে জায়গাটিতে ঘটনা ঘটেছিল সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে তদন্তের স্বার্থে। এই গোটা বিষয় নিয়ে তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষের বক্তব্য, “গত কালকের ঘটনা আসলে দুষ্কৃতীদের কাজ, আর দুষ্কৃতীদের কোনও রং কোনও রাজনৈতিক পরিচয় থাকে না। যারা করেছে তাদের শাস্তি দাবি করছি।”

এই গোটা ঘটনায় পৌর সভার ভেতরে নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই বলে মত প্রকাশ করেছেন পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মাকসুদ আলম বলেন, পৌর সভার মধ্যে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই, কালকের ঘটনা বিচ্ছিন্ন একটা ঘটনা। এরকম আগে হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *