বিদ্যুতের বিল কমানোর দাবিতে ডিওয়াইএফআই’য়ের বিক্ষোভ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুলাই:
বিদ্যুতের বিল কমানোর দাবিতে ডিওয়াইএফআই’য়ের বিক্ষোভ। আন্দোলনে নামল ডিওয়াইএফআই। আজ তারা এই দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে করিমপুর বিদ্যুৎ অফিসের সামনে ডেপুটেশন দেয়।

ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশের অন্যান্য জায়গা থেকে আমাদের রাজ্যের বিদ্যুতের বিল বেশি এবং ক্রমবর্ধমান। এই লাগাতার বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে একগুচ্ছ দাবি নিয়ে করিমপুর ডিওয়াইএফআইয়ের লোকাল কমিটির পক্ষ থেকে করিমপুর বিদ্যুৎ দপ্তরের সামনে মেন গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। অন্যান্য দাবিগুলোর মধ্যে প্রতিমাসে বিল রিডিং নিয়ে বিল দেওয়ার কথা এবং লকডাউন চলাকালীন গ্রাহকদের ন্যূনতম ২০০ ইউনিট বিল মকুব করার কথাও বলা হয়।

সংগঠনের জেলা সভাপতি জানান, বিগত এক মাস ধরে এই আধিকারিকের কাছে ডেপুটেশনের জন্য সময় চাওয়া হলেও তিনি রাজি হননি। তাই বাধ্য হয়ে আজ আমরা তাকে আমাদের দাবি শোনাতে বসেছি। যতক্ষণ না তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করবেন ততক্ষণ মেন গেট বন্ধ থাকবে। অবশেষে ঘন্টা খানেক পর ডিওয়াইএফআইয়ের প্রতিনিধিদলকে বিদ্যুৎ আধিকারিক ডেকে পাঠান।এবং দাবিগুলি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *