আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: প্রথমে ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছে | সেখান থেকে হ্যাক করা হয়েছে বন্ধুতালিকার কয়েকজন বন্ধুর ফোন| ফেসবুক থেকেই অজান্তে হয়ে যাচ্ছে কুরুচিকর পোস্ট| ফোন থেকে অজান্তেই অর্ডার হয়ে যাচ্ছে অনলাইন শপিং এর | এমনই অভিযোগ জানালেন বনগাঁর গ্যাঁড়াপোতার বাসিন্দা অতনু ঘোষ|
ঘটনাসূত্রে জানা যায় যে, দিন কয়েক আগে কে বা কারা অতনুবাবুর ফেসবুক প্রোফাইলটি হ্যাক করে| তার পর পরই তার বন্ধুতালিকার কয়েক জন বন্ধুর প্রোফাইলও হ্যাক হয়| অতনুবাবুর অজান্তেই তাঁর প্রোফাইল থেকে তার মতবিরোধী পোস্ট হয়ে যাচ্ছে| এরপর অতনুবাবুর ফোন থেকে অনলাইনে বিভিন্ন বিপনী প্রতিষ্ঠানে মালপত্র কেনার অর্ডারও চলে যাচ্ছে| আশ্চর্যের বিষয় হল ফোনটি আপনা আপনি পরিচালনা হচ্ছে| অতনুবাবুর দাবী কেউ বা কারা প্রযুক্তির মাধ্যমে তার ফোন পরিচালনা করছে| এই অবস্থায় অতনুবাবুর প্রতিবেশী তার একটি ফোন অতনুবাবুকে ব্যাবহার করতে দিলে সেই ফোনটিও হ্যাক হয়ে যায়| অতনুবাবু শনিবার বনগাঁ থানাতে অভিযোগ দায়ের করেন।