সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ এপ্রিল: রক্তের সংকট দূর করতে শুরু হয়েছে পুলিশের ম্যারাথন শিবির। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে জেলা সদর সহ বিভিন্ন থানা এলাকায় শিবির করে স্বেচ্ছায় রক্তদান করছেন পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলান্টিয়ারাও। রঘুনাথপুরে আয়োজিত শিবিরে রক্তদান করে উৎসাহিত করেন জেলা পুলিশ সুপার এস সিলভামূরগন। তিনি জানান, পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। লকডাউন মেনে চলার জন্য তিনি আহ্বান জানান জেলাবাসীর উদ্দেশ্যে। একই সঙ্গে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আবেদন রাখেন তিনি।