সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ডিসেম্বর:করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও পেট্রাপোল সীমান্তে কাজ করতে দেওয়া হচ্ছে না নোম্যান্সল্যান্ডের
কুলি ও ট্রাক চালকদের।এর প্রতিবাদের ফের বন্ধ হল ভারত বাংলাদেশের
আমদানি রফতানির কাজ।সোমবার ট্রাক চালক সমিতি ও আমদানি-রফতানি
সমিতির পক্ষ থেকে বাণিজ্য বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানায়।শ্রমিকদের অভিযোগ,
প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাজ করতে বাধা দেওয়া
হচ্ছে।

লকডাউনের শুরু থেকেই ভারত-বাংলাদেশে যাত্রী
যাতায়াত বন্ধ হয়ে যায়।ফলে কাজ হারায় স্থল
বন্দরের পরিবহন কুলি ও নোম্যান্সল্যান্ডের কুলিরা।লকডাউনের আগে চালকরা ট্রাক নিয়ে বাংলাদেশে গেলেপায়ে হেঁটে ভারতে ফিরতে পারত।কিন্তু বর্তমানে বাংলাদেশে ট্রাক খালি না হওয়া পর্যন্ত
ট্রাক চালকদের ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে
না। অন্যদিকে ভারত বাংলাদেশে কিছু সংখ্যক
যাত্রী চলাচল শুরু করলেও নোম্যান্সল্যান্ডে থাকা মালবহনকারীদের কাজ করতে দিচ্ছে না।কাজ করতে গেলে পেট্রাপোল অথরিটি বাধা
দিচ্ছে। সম্প্রতি কাজের দাবিতে রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভ করেছিলেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে
উত্তর ২৪ পরগনার পেট্রাপোল বন্ধরে অবস্থান
বিক্ষোভ শুরু করে তৃণমূল
শ্রমিক সংগঠনের পেট্রাপোল স্থলবন্দর জীনব জীবিকা
বাচাঁও কমিটি।

ফের সোমবার সকাল থেকে পেট্রাপোল জীবন-জীবিকা
বাঁচাও কমিটি, ট্রাক চালক সমিতি ও আমদানি রফতানি সমিতির পক্ষ থেকে আমদানি রফতানি বন্ধ
রেখে অবস্থান বিক্ষোভ করে।দিনের শুরুতে আমদানি শুরু হলেও শ্রমিকরা কাজ না
করায় আনলোডিংয়ের কাজ বন্ধ হয়ে যায়।আন্দোলনকারীদের দাবি,
লকডাউন থেকে কর্মহীন হয়ে আছেন তারা।অবিলম্বে তাদের আগের মতো কাজ করতে দিতে হবে।তা না হলে তাদের আন্দোলন চলবে।

