নদীয়ায় মুখ্যমন্ত্রীর সভা, পারবেন কি গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১০ ডিসেম্বর:
রানাঘাটের হবিবপুর ছাতিমতলা মাঠে সোমবার সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে ছাতিমতলা। তারই প্রস্তুতি চলছে এখন ছাতিমতলা জুড়ে। সেই প্রস্তুতি দেখে গেলেন প্রশাসনের কর্তারা।

বেলা বাড়তেই তারা এসে গোটা মাঠ পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কিছু পরামর্শ দিয়ে যান। বিধানসভা ভোটের আগে মমতার নদীয়াতে আসা নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধী শিবিরের অনেকেই মনে করছেন নেতা কর্মীদের মনোবল বাড়ানোর জন্যই মমতার নদীয়াতে আসা। কারণ দলের অন্দরে চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। যেখানে নব্য তৃণমূল ও পুরনো তৃণমূলের মধ্যে চলছে ক্ষমতার লড়াই। আর এই লড়াই চলতে না দিয়ে পুরনো তৃণমূলকে গুরুত্ব দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়াতে আসছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি যবে থেকে নদীয়া জেলার সভাপতি হিসাবে মহুয়া মৈত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে থেকেই পুরনো তৃণমূল কর্মী এবং বর্ষীয়ান নেতারা গুরুত্ব হারিয়েছেন। দলের অন্দরে তাই বিদ্রোহ সৃষ্টি হয়েছে। অনেক বর্ষীয়ান নেতাই পা বাড়িয়ে আছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য, তাই তৃণমূল সুপ্রিমো মাঠে নেমে পড়েছেন ড্যামেজ কন্ট্রোল করতে। কারণ তিনি জানেন বর্ষীয়ান নেতারা ছাড়া নদীয়া জেলা ছাড়া তিনি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না। তাই তিনি ভয় পেয়ে নিজেই মাঠে নেমে পড়েছেন দলের ড্যামেজ কন্ট্রোল করতে, মত রাজনৈতিক মহলের। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন, গতকাল হেলিকপ্টার নামার মহড়াও হয়েগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *