জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: দাঁতন- ২ ব্লকের বাঁশিচক এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গণেশ গিরি (৫৩)। বাড়ি পলাশি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে প্রতিদিনের মতো বাইকে করে ব্যবসার কাজে জাহালদা বাজারে যাচ্ছিলেন। অমরদা-জাহালদা গ্রাম সড়কের বাঁশিচকের কাছে পেছন থেকে একটি গাড়ি তাঁর বাইকে ধাক্কা মারে। আহতকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়l সেখান থেকে কটক নিয়ে যাওয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেলদা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। জাহালদা বাজারে পাতা পান কিনে কেশিয়াড়িতে বিক্রি করতেন গণেশ।