আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ জানুয়ারি : তমলুকের রাধাবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙ্গে লরি পড়ল খালে। তার আগে রাস্তার ধারে একটি মন্দিরে ধাক্কা মারে ও দুই সাইকেল-আরোহীকে ধাক্কা মারে। এরপর ব্রিজের রেলিং ভেঙ্গে খালের জলে পড়ে যায় লরিটি। লরির ধাক্কায় ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা দুইজন সাইকেল আরোহীর মধ্যে একজন সাইকেল-আরোহী ব্রিজ থেকে খালের জলে পড়ে যায়। খালে পড়ে যাওয়া সাইকেল আরোহী গুরুতর আহত হয়। সাইকেল আরোহীর সঙ্গে থাকা আরেকজন কিশোর ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। লরির চালক ও খালাসি গুরুতর আহত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। লরিটি তমলুকের দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের ধারণা লরি চালক মদ্যপ অবস্থায় থাকায় ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন খালের জল থেকে দুর্ঘটনাগ্রস্ত পথচারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তমলুক থানার পুলিশ এসে লরির ড্রাইভার এবং খালাসীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। মৃত ব্যক্তির নাম অশোক বেরা (৪২), বাড়ি নারায়ণদাঁড়ি গ্রামে।
আশেপাশে দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়লে ভোর থেকে মানুষজন ঘটনাস্থলে এসে ভিড় জমান। সকাল পর্যন্ত লরিটিকে খালের জল থেকে তোলা সম্ভব হয়নি।